চট্টগ্রাম ব্যুরো:
বন্দর নগরী চট্টগ্রামে অভিযান চালিয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান সরকারী ঔষধ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এমসয় জড়িত একজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন গ্রীনভ্যালী আবাসিকস্থ গ্রীনভ্যালী মেডিসিন কর্ণার নামে একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে এসব ঔষধ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জেলার সাতকানিয়া উপজেলার পশ্চিম নলুয়া গ্রামের মৃত ব্রজেন্দ্র দাশের ছেলে দীপক দাশ(৫২), বর্তমানে- চট্টগ্রাম নগরীর ষোলশহর, গ্রিন ভ্যালী আবাসিক, ইসলাম সাহেবের বাড়ীর ভাড়াটিয়া ও গ্রিন ভ্যালী আবাসিক এলাকাস্থ গ্রীনভ্যালী মেডিসিন কর্ণার এর মালিক।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে ওনদিন রাত সাড়ে ১১ টার দিকে এর নেতৃত্বে এসআই ফিরোজ আলম, এসআই(নিঃ) কামাল হোসেন, এমসআই দাউদ খাঁন ও সঙ্গীয় ফোর্স সহ পাঁচলাইশ থানাধীন গ্রীনভ্যালী আবাসিকস্থ গ্রীনভ্যালী মেডিসিন কর্ণার নামীয় দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারী ঔষধ উদ্ধার সহ জড়িত দীপক দাশকে আটক করেছে।
জব্দকৃত ঔষধ গুলো হল প্রোসাই ক্লিডিন হাইড্রোক্লোরাইড ১০টি ইনজেকশন ইনজেকশন। প্রতিটি বক্সের গায়ে জেনারেল ফামাসিউটিক্যালস লিঃ কালিয়াকৈর গাজীপুর ঢাকা। “সরকারী সম্পত্তি ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ” লিখা আছে, সেফরাডিন ক্যাপসুল ৫৮ পাতা,ওমেপ্রাজল ক্যাপসুল ১৬ পাতা,৩টি হিপনোফাষ্ট ইজেকশন, নোবেসিট ১৯ পাতা ট্যাবলেট, ইটোরেক ট্যাবলেট ০৭ পাতা, কনসুকন) ট্যাবলেট ৪ পাতা, (ডিজমা) ট্যাবলেট ১৬ পাতা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গ্রেফতারকৃত আসামী জানায়, জব্দকৃত ওষুধ গুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী ওয়ার্ডের টেকনিশিয়ান কাওছার হোসেন এর নিকট থেকে ক্রয় করেছে এবং প্রায় সময় একই ভাবে হাসপাতালের ঔষধ বিক্রয় করার জন্য তাকে দিয়ে যায় বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।