চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আবু তালেব, বয়স ২৬ বছর। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাঠগড় এলাকার সৈকত কমিউনিটি সেন্টারের সামনে থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।’গ্রেফতাকৃত আবু তালেব দক্ষিণ পতেঙ্গার লেতু মিয়ার ছেলে।