জার্নাল ডেস্ক :
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে গত বুধবার (২ মার্চ) চট্টগ্রামে ২৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে ১ হাজার ৮২৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।