চট্টগ্রাম ব্যূরো:
বন্দর নগরী চট্টগ্রামে চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বাস চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে নগরের ওয়াসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার বাস চালক মো. রাসেল (২৬) ও বাসের হেলপার মো. হানিফ (২৮) চকবাজার থানা হেফাজতে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১২টার দিকে নগরের সিমেন্ট ক্রসিং এলাকা থেকে ওয়াসায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বহদ্দারহাটগামী ১০ নম্বর বাসে ওঠেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বাসে ওঠার সময় হেলপার ওই ছাত্রীর গায়ে হাত দেন। আপত্তিকর এ বিষয় নিয়ে মেয়েটি সাথে সাথে প্রতিবাদ করেন। পরে চলন্ত বাসে চালক ও হেলপারের সাথে বিষয়টি নিয়ে বাকবিতন্ডা চলতে থাকে। এক পর্যায়ে ক্ষুব্দ হয়ে ওই ছাত্রী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে থাকা সহপাঠীদের ফোন করে বিষয়টি জানালে তারা ওয়াসার মোড়ে অবস্থান নেয়। পরে ওয়াসার মোড় এলাকায় বাসটি পৌঁছলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষুব্দ হয়ে বাসটি ভাংচুর করে। এসময় বাস চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।####