চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে পানিবাহিত জন্ডিসসহ নানা রোগের প্রাদুর্ভাব লাঘবে জনসাধারণকে সচেতন করতে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম ওয়াসা। চট্টগ্রাম ওয়াসা প্রকৌশলী কল্যাণ সমিতির নেতৃত্বে ওয়াসার শ্রমিক-কর্মচারীরাও গত এক সপ্তাহ ধওে এ কার্যক্রমে অংশ নেন।
এ কার্যক্রমের অংশ হিসেবে হালিশহর ও আশপাশের এলাকায় তারা পানির রিজার্ভার, গভীর নলকুপ এবং নলকুপ নিয়মিত ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছেন। এ ছাড়া ও নলকূপ ও পানির রিজার্ভ ট্যাংকের মুখ দিয়ে যাতে জোয়ার বা দূষিত পানি ঢুকতে না পারে ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেন। তারা ঘরে ঘরে গিয়ে খাবার পানি ফোটানোর পরামর্শ দেন।
প্রচারণায় অংশ নেন সংগঠনের সভাপতি মাকসুদ আলম, সহ-সভাপতি আরফিুল ইসলাম, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম সম্পাদক ইফতেখার উল্লাহ মামুন, দপ্তর সম্পাদক মো. শাহাবুদ্দিন প্রমুখ। এসময় প্রকৌশলী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে কার্যক্রমে অংশ নেন ওয়াসার সিবিএ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মো. এনায়েত, মীর লোকমান, রুহুল আমিন, মো. খোরশেদ, মামুনুর রশিদ প্রমুখ।
ওয়াসার ব্যবস্থপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর পরামর্শক্রমে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে মানবকন্ঠকে জানিয়েছেন সাধারণ সম্পাদক মো. ইউসুফ।