নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী এ তিন উপজেলায় ৬ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ চেয়ারম্যান প্রার্থী।
পটিয়ায় ৩ জন, লোহাগাড়ায় ২ জন এবং কর্ণফুলী উপজেলায় ১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা আওয়ামীলীগের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী ছিলেন। পটিয়ায় নির্বাচিত ৩ চেয়ারম্যান হলেন শোভনদন্ডীতে এহসানুল হক, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম এবং বড়লিয়া ইউনিয়নে শাহীনুল ইসলাম শানু। লোহাগাড়ায় নির্বাচিতরা হলেন বড়হাতিয়ার বিজয় কুমার বড়ুয়া এবং পুটিবিলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মানিক।
কর্ণফুলীতে উপজেলার বড় উঠান ইউনিয়নে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলীর ২৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৭ ডিসেম্বর এসব ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচার প্রচারনায় নেমেছেন।
বিডিজা৩৬৫