চট্টগ্রাম প্রতিনিধি
নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পু্লিশ। তারা হলেন, মো. জাবেদ ও মনজুরুল ইসলাম প্রকাশ তারা মোল্লা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইলের মাথা এলাকা থেকে প্রাইভেট কারযোগে পাচারের সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।