মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রাম নগরে ও বিভিন্ন জেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দিবাগত রাত ও রোববার (১২ আগস্ট) ভোররাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ও নগরের ডিটি রোড থেকে তাদের আটক করা হয়।
পাঁচজনের মধ্যে তিনজন হলেন- আবির হোসেন (২৫), সাব্বির (২২), মো. তানজিল (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, পৃথক দুটি অভিযানে বিপুল ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা
র্যাব-৭ এর স্কোয়াড্রন কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বলেন, জোরারগঞ্জ থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আবির, সাব্বির ও তানজিল নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
নগরের ডিটি রোড থেকে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ডিটি রোড থেকে আটক ইয়াবাগুলোর পরিমাণ ও বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।