চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরে প্রাইভেট কাওে তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এসময় জড়িত মো. উজ্জল(২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পুলিশ টেরিবাজার এলাকায় প্রাইভেট কারে তল্লাশি এ অভিযান চালায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজারের হোটেল আল ইমামের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৬ বোতল ‘অ্যাবসলিউট ভদকা’ নামের বিদেশি মদসহ মো. উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।
চরজব্বর থানার (সুবর্ণচর) হাজির হাট এলাকার মো. শাহিনের ছেলে মো. উজ্জ্বল বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর আলমগীর সড়কের ৩ নম্বর গলির খালেক জমিদারের ভাড়াটিয়া। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মহসীন।