নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়া থেকে ‘অস্ত্র ব্যবসায়ী’ মো. রিয়াদকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
রিয়াদ উপজেলার পদুয়া থানার মো. মোজাফফরের ছেলে র্যাব-৭ এর অধিনায়ক কর্নেল এম. এ ইউসুফ বলেন, ‘আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম লোহাগাড়ায় অস্ত্রের সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা বিভিন্ন কাজে অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (১৯ জুন) দিবাগত রাত ২টায় এই সিন্ডিকেটের মূলহোতা মো. রিয়াদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।’
পরে তার ঘরের ভেতরে মাটি খুঁড়ে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ জানায়, অস্ত্রগুলো তারা মূলত তিন ধরনের কাজে ব্যবহার করত।
প্রথমত মাদক কেনা বেচার সময় বেকআপ দেওয়া, দ্বিতীয়ত তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর জন্য এবং তৃতীয়ত নির্বাচন বা বিভিন্ন উপলক্ষে অস্ত্রসমূহ ভাড়া বা অনেকসময় নিজেরাও ভাড়াটে হিসেবে কাজ করতো। গ্রেপ্তার রিয়াদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।