SONY DSC

চট্টগ্রামে মৎস ঘেরে বিষ প্রয়োগ মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় একটি মৎস ঘেরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মন পাঙ্গাস মাছের পোনা মারা গেছে। এতে ঘের মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গতকাল গভীর রাতে ইপিজেড থানার কাজীর গলি এলাকায় এঘটনা ঘটে।
মৎস ঘেরের মালিক কাজির গলি এলাকার বাসিন্দা আলাউদ্দিন সবুজ জানান স্থানীয়দের কাছ থেকে ৫০ হাজার টাকা দিয়ে তিনি ১০ বিশিষ্ট মৎস ঘেরটি লীজ নেন। এর পর প্রায় একমাস পূর্বে তিনি ঘেরে লক্ষাধিক টাকার পাঙ্গাস মাছের পোনা ছাড়েন এবং রক্ষনাবেক্ষন ও পরিচর্যা করে আসছিলেন।
কিন্তু হঠাৎ গতকাল কেবা কারা গভীর রাতে ওই মৎস ঘেরে বিষ প্রয়োগ করলে পাঙ্গাসের সব পোনা মারা যায়। সকালে ঘেরের মালিক এসে পানিতে মাছ ভাসতে দেখে নগরীর ইপিজেড থানায় খবর দেন। এঘটনায় তিনি নগরীর ইপিজেড থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানায় আলাউদ্দিন সবুজের ব্যবসায় ইর্ষান্নিত হয়ে দুস্কৃতিকারীরা ঘেরে বিষ প্রয়োগ করে তার ব্যাপক ক্ষতি সাধন করেছে।
ইপিজেড থানার এস আই এবং অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সুমন বডুয়া, জানায় অভিযোগের পরিপেক্ষিতে ঘটনাস্থল পরিদশর্ন করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঘের মালিক আরো জানান তার যা পূঁজি সব মৎস ঘেরে লগ্নি করায় এখন চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

সাব্বির//এসএমএইচ

Check Also

বিপদ জয় করে বিজয়ের দেশে ফিরে আসা

জার্নাল ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘বিজয়’  সাক্ষাৎ বিপদ …

‘টাকা দিয়ে বিপদ কিনেছি’

জার্নাল ডেস্ক ‘টাকা দিয়ে বিপদ কিনেছি ‘।    এভাবেই নিজের হতাশার কথা  জানিয়েছেন বসনিয়ায় আটকে …