চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে আপন দুইভাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে খুলশী থানার ডিজেল কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ফুটবল খেলার বল উদ্ধার করতে গিয়ে তারা গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। নিহতরা হলেন, মো. সিফাত (১৪), মো. ইমরান (২৭) ও রুবেল ড্যানিস (১৬)। এদের মধ্যেে ইমরান ও দানিস আপন ভাই। তারা স্থানীয় আকরাম হোসেনের ছেলে। সিফাতের বাবা মিজানুর রহমান।
খুলশী থানার সাব ইন্সপেক্টর (এসআই) শরিফুল ইসলাম বলেন, সবাই মিলে ফুটবল খেলছিল। বলটি পাশ্ববর্তী একটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেখান থেকে বল উদ্ধার করতে নামলে তারা আটকে মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, খেলঅর সময় বলটি পাশ্ববর্তী সেপটিক ট্যাংকে পড়ে। প্রথমে সেটা একজন আনতে নামে। সে আটকা পড়লে তাকে উদ্ধার করতে আরো দুইজন নামে। পরে তিনজনেই সেখানে আটকা পড়ে গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।