চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে র্যাব। আটক আবুল বাশার কুমিল্লা জেলার দেবিদ্বার বৈশের কোট এলাকার আবদুল হামিদের ছেলে এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান মানবকন্ঠকে বলেন, ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যাবের একটি টিম মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে। পরে তার কাছ থেকে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত এএসআই আবুল বাশার কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম হয়ে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন।
গত জুলাই মাসের প্রথম সপ্তাহে আবুল বাশার ১৯ হাজার পিস ইয়াবা নিয়ে নারায়নগঞ্জ গিয়েছিল বলে জানান লেফটেন্যান্ট কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ।