হাজ্বী মোঃ শহীদুল ইসলাম,চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ করোনা পরিস্থিতিতে উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন ১৯ মে (মঙ্গলবার) দুপুরে জামিজুরী রজভীয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে সামজিক দূরত্ব বজায় রেখে মহামারী করোনায় হতদরিদ্র কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সাদ্দাম হোসেন নিরব,আ’লীগ নেতা কাজী শিহাব উদ্দীন,যুবনেতা মোঃ লিটন, নুর মোহাম্মদ, এরফান, আলাউদ্দীন, জসীম উদ্দীন প্রমুখ।
ঈদ উপহার বিতরণকালে ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম বলেন,পিতার নামে ফাউন্ডেশনটি অতিতের ন্যায় প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন কার্যক্রমে দোহাজারীবাসীর পাশে ছিলেন। এবারও মহামারী করোনা ভাইরাসে কর্মহীন দরিদ্র অসহায় মানুষের পাশে ঈদ উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন এ পর্যন্ত দোহাজারীর প্রায় সাড়ে ৫ হাজার পরিবারকে উপহার সামগ্রীর দিয়েছেন। ক্রমান্বয়ে আরো ২ হাজার পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন। এছাড়া তিনি আরো বলেন, আল্লাহ না করুক যদি দোহাজারীতে কোন পরিবার বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে সে পরিবারের পাশে মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলে জানান।