চবি প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৯ আগস্ট থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।
১০ দিন ব্যাপী এ ছুটি চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। ২৯ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সবধরনের কার্যক্রম আরম্ভ হবে।
ছুটিতে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলবে ২৬ আগস্ট পর্যন্ত।
এসব বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
এদিকে ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ে সকল আবাসিক হল ও ডাইনিং চালু থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কমিটির সভাপতি ও শাহজালাল হলের প্রভোস্ট ড. সুলতান আহমেদ।
তিনি বলেন, বরাবরের মত এবারও বন্ধের সময় আবাসিক হলগুলো চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।