নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩২তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে রোববার (১৩ সেপ্টেম্বর)। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
এবারের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট উপস্থাপন এবং বছরব্যাপি চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে স্বশরীরে উপস্থিত থাকতে না পারলে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।
করোনা পরিস্থিতির কারণে যারা উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে অংশ নিবেন।প্রতিবছর জুন মাসে সিনেট অধিবেশন অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর একটু দেরিতে আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে চবির বাজেট ছিল ৩৩৯ কোটি ১৮ লাখ টাকা।
বিডিজা৩৬৫ /এনএস/এনআর