বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল শনিবার থেকে রোজা। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। শনিবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্রি খাবেন।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে আজ এ কথা জানানো হয়।
এদিকে শুক্রবার থেকে বিশ্বের অধিকাংশ দেশেই মুসলমানের পবিত্রতম রমজান মাস শুরু হচ্ছে। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে এবার বিশ্বজুড়ে কঠোর বিধিনিষেধের মধ্যে রোজা পালন করতে হবে। তার নজীর ইতিহাসে বিরল।
বিশ্বের অধিকাংশ দেশেই মুসলিমরা এবার প্রথামতো আত্মীয়-পরিজন-প্রতিবেশিদের নিয়ে সন্ধ্যায় ইফতারি করতে পারবেন না এবং রাতে দল বেঁধে মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে পারবেন না।