নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ফের শাহবাগে গিয়ে শেষ হয়।
‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ মশাল মিছিলের আয়োজন করে। এ সময় তারা চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
এর আগে গত শুক্রবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে কফিন মিছিল করেছিলেন তারা। মিছিল শেষে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন মশাল মিছিল ঘোষণা দেন।
তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেন তারা। দাবি আদায়ে আজ বেলা ১১টায় ফের প্রতীকী কফিন মিছিল বের করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মো. ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ তিন বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করছি। কিন্তু এতদিনেও সমাধান পাইনি। তাই আজ কফিন নিয়ে রাজপথে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ এ সময় তিনি যৌক্তিক দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আরেক আন্দোলনকারী আল আমিন বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর, যখন ৫০ ছাড়ল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা হল ৩০ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা এখনও অপরিবর্তিতই রয়ে গেছে।