লাইফস্টাইল ডেস্ক :
চারদিকে এখন ফুটছে নানা রকমের মৌসুমি ফুল। আর ফ্যাশনেও তরুণীরা চুলে পড়ছে এসব ফুল। চুল বাঁধাতেও এখন এসেছে অনেক পরিবর্তন। শুধুমাত্র খোপাতেই নয়, চুলের সাজে ফুল ব্যবহার করা যায় অনেক ভাবে।
বেলিতে চুলের সাজ
বেলি ফুল সব সময় খোপায় না গুঁজে বেণিতে জড়িয়ে পড়তে পারেন। এতে চুলের সাজে আসবে ভিন্নতা। চুল এক পাশে টেনে ফ্রেঞ্চ বেণি বাঁধুন। এবার বেণির মাঝে একটু পর পর বসিয়ে দিন একটি করে বেলি ফুল।
উঁচু খোপায় কলি দিয়ে সাজ
পেছনের চুলগুলোকে উঁচু করে খোপা করে নিন। একটা চিকন বেণি করে পুরো খোপাটা ঘিরে দিন। এবার চুলের একদিকে দোলনচাঁপা আর সামনে দিকে কয়েকটি কলি বসিয়ে সাজিয়ে তুলুন খোপাকে।
খোপায় বেলি
আপনি নিচু করে খোপা করেও তাতে পড়তে পারেন ফুল। এতে আপনার হালকা সাজেই চেহারায় চলে আসবে ভিন্নতা।