নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার গণভবনে গিয়ে দুই নেতা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীকে শুভেচ্ছা জানান।
এর আগে সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
৩১ জুলাই রাতে রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক করে কমিটি করেন সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।