নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগ এখন ছাত্রদের সঙ্গে নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন ছাত্রলীগ করতাম তখন রাজধানীর ছাত্রলীগ ও আওয়ামী লীগের সব নেতাকর্মীর সঙ্গে আমাদের পরিচয় ছিল এবং তাঁদের নাম পর্যন্ত আমরা জানতাম। কিন্তু বর্তমানের ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের চেনা তো দূরের কথা, ছাত্রলীগের নেতাকর্মীদেরও চিনতে পারে না।’
এ সময় তিনি ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, ‘আগে বাংলাদেশের মানুষ ছাত্রলীগের কথা শোনার জন্য বিভিন্ন স্থান থেকে প্রোগ্রামে আসত। কিন্তু এখন মানুষের মধ্যে সেই প্রবণতা নেই। মানুষের মাঝে আবার সেই প্রবণতা ফিরিয়ে আনার দায়িত্ব ছাত্রলীগকেই নিতে হবে। নিজেদের থেকেই প্রথমে পরিবর্তন শুরু করতে হবে, তারপর মানুষের মাঝে পরিবর্তন আনতে হবে।’
নসরুল হামিদ বিপু বলেন, ‘প্রধানমন্ত্রী অনেকদিন আগেই বলেছেন, বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না। কারণ ১৯৭৫ সাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে সব সময় দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা সব সময় বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে প্রস্তুত থাকে। তারপরও প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্বের গুণাবলির দ্বারা বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে দাঁড় করাতে সক্ষম হয়েছেন।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘প্রতিটি অভ্যুত্থানের পেছনে ক্ষমতার পরিবর্তন লুকিয়ে থাকে। ১৫ আগস্ট কোনো সাধারণ অভ্যুত্থান ছিল না। এটা রাষ্ট্রীয় ক্ষমতা বদলের অভ্যুত্থান ছিল। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার সাথে সাথে স্বাধীনতার পক্ষে যারা কথা বলেছে তাদেরও স্মরণ করা প্রয়োজন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সভাটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।