জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রকাশনা জালিয়াতির বিচার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে সমাবেশ করেছে শিক্ষকরা। আজ সোমবার সকাল ১১ টায় জবি শহীদ মিনার প্রাঙ্গণে দুই শতাধিক শিক্ষকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ, তিনি বলেন আমার ছাত্ররা আমার অত্যন্ত প্রিয়মূখ, আপনারা এভাবে আন্দোলন করে, ক্যাম্পাসের ভাবমূর্তি নষ্ট করবেন না, সেশনজট ডেকে আনবেন না,যদি মনে করেন কারো সাথে অবিচার হয়েছে তবে আপনারা জবি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করবেন।
আইন বিভাগের ডিন, অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, বাংলাদেশে আইন ও সুষ্ঠু বিচার আছে, কেউ যদি মনে করেন আপনার সাথে অবিচার হয়েছে তবে সে কোর্টে যেয়ে আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয় কে আন্দোলনপূর্ণ করবেন না।
সমবেশ শেষে শিক্ষকদের একটি মৌন মিছিল হয়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে কলা ভবন হয়ে সাইন্স ফ্যাকাল্টি দিয়ে আবারো শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।