চট্টগ্রাম প্রতিনিধি:
জেল থেকে সপ্তাহখানেক আগে বেরিয়ে আবার ছিনতাইকালে মো. আলাউদ্দিন (১৯) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের কোতোয়ালী থানার আলমাস সিনেমার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটগড় এলাকার মো. শামসুল হকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় টহর পুলিশ আলাউদ্দিনকে ছুরিসহ হাতেনাতে গ্রেফতার করে।
আলাউদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। সপ্তাহখানেক আগে তিনি কারাগার থেকে বেরিয়ে আবার ছিনতাইয়ে নেমে পড়েন।
মোবাইল ছিনতাই ও ছুরি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার ও অস্ত্র অাইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মহসীন।