বিনোদন ডেস্ক :
ব্যক্তিজীবনের ধাক্কা সামলে অপু বিশ্বাস আবার নিজেকে সিনেমা ফিরিয়ে আনার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। নিয়মিত জিম করছেন, ডায়েট চার্ট মেনে খাবার খাচ্ছেন। মা হবার কারণে শরীর একটু মুটিয়ে গিয়েছিলো তার। সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন।
কিন্তু মজার বিষয় হচ্ছে তার সন্তান আব্রাম খান জয়ও তার সাথে নিয়মিত জিমে যায়। সম্প্রতি ইন্সটাগ্রামে ছেলের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে জয় জিমে খেলা করছে।
অপু এ বিষয়ে বলেন, ‘আমি আমার আগের ফিটনেস আবার ফিরিয়ে আনতে চাইছি। এরজন্য নিয়মিত জিম করছি। মুটিয়ে যাবার কারণে কিছু সিনেমার কাজ করতে পারিনি। জয় আমার সাথে জিমে যায় এবং এদিক সেদিক ছুটে বেড়ায়। জিমের সবাই তাকে খুব আদর করে।’
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের। বাবা-মায়ের বিচ্ছেদের পর জয় বেশিরভাগ সময় মায়ের কাছে