ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার চাচৈর গ্রামে এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ রোজিনা আক্তারের স্বামী আবুল বাশার ফরাজীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, যৌতুকের জন্য দুই সন্তানের মা রোজিনাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো। তারই ধারাবাহিকতায় রোজিনা খুন হয়। পরে লাশ নিয়ে বরিশালের দিকে পালিয়ে যাওয়ার সময় শনিবার রাত ১২টার দিকে রোজিনা আক্তারের স্বামী আবুল বাশার ফরাজীকে আটক করা হয়। এরপর টহল পুলিশের সহয়তায় মরদেহ ঝালকাঠি সদর হাসাতালে আনা হয়েছে।
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, গৃহবধূর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৃহবধূর আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।