টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বাঁশবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রতন মিয়া (৩৫)। সে ওই পিকআপের চালক।
আজ মঙ্গলবার ভোরে ঢাকা-সখীপুর গোড়াই সড়কের প্রতীমাবংকী চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে। সখীপুর থানার এসআই সুকান্ত রায় এ তথ্য জানিয়েছেন।
নিহত রতন মিয়ার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার বাড়ি।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতীমাবংকী চেক পোস্টে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় পেছন দিক থেকে একটি পিকআপ এসে ধাক্কা দিলে ওই পিকআপ চালকের বুক দিয়ে বাঁশ ডুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই সুকান্ত রায় বলেন, রতনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্ধ করা হয়েছে বলেও তিনি জানান।