নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। টিভি দেখার কথা বলে স্থানীয় এক যুবক ৬ বছরের শিশুটিকে ধর্ষণ করে বলে জানা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মিল্লাত কলোনিতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরআলি গ্রামের মৃত আবদুস সাত্তার খানের পুত্র মো. খলিল খান (৩২)।
জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকালে শিশুটিকে টিভি দেখার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায় প্রতিবেশী মো. খলিল। পরবর্তীতে তাকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণ করে সে। বিষয়টি তৎক্ষনাৎ ওই শিশুর মাকে জানালেও প্রথমে বিশ্বাস করেননি তিনি। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তার মা এবং জানতে পারে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে৷পরবর্তীতে ডাক্তারের পরামর্শে থানায় এসে অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া জানান, ইপিজেডের প্রতিবেশীর লালসার শিকার হয়েছে ছয় বছরের এক শিশু কন্যা। বর্তমানে আসামি খলিলকে পুলিশ আটক করেছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।তাকে আদালতে প্রেরন করা হয়।
বিডিজা৩৬৫/এনআর