চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে ট্রেনের ছাদে খেলার ছলে লাফালাফি করার সময় ২ পথশিশু নিহত হয়েছে। এ সময় আরো ১ শিশু আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ১২ বছর হবে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার সেকেন্ড অফিসার সাব্বির আহমেদ জানান, আহত শিশুর কাছে জানতে পারি, রাতে তারা ৫ জন ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ওই ট্রেনের ছাদে ওঠে। ট্রেনের ছাদে খেলার ছলে তারা লাফালাফি করছিল। ট্রেনটি ফেনীতে একটি ফুটওভার ব্রিজ অতিক্রমকালে দুজন শিশু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় আরও এক শিশু। রাত ২টার দিকে ট্রেনের ছাদ থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রেনের ছাদে থাকা অন্য দুই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজার চেষ্টা চলছে বলে জানান ওসি।