নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তার নাম কামরুল ইসলাম কামুর।কামরুল টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।গাজীপুর গোয়েন্দা পুলিশ পরিদর্শক ডেরিক স্টিফেন কুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ভাদুন এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কামরুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত কামুর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে বলে জানান তিনি