জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি :
ঢাকা-রাঙ্গাবালী নৌরুটে ঝুঁকিপূর্ণ ছোট লঞ্চের পরিবর্তে বড় লঞ্চ চালু, লঞ্চ মালিকদের সেচ্চাচারিতা, অবৈধ সিন্ডিকেট প্রথা বাতিল করে সঠিক যাত্রী সেবা নিশ্চিত করার দাবীতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাটে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ বিন ওয়ালিদ। অবিলম্বে ছোট লঞ্চ পরিবর্তন করে বড় লঞ্চ চলাচলের দাবী জানান বক্তারা।