নিজস্ব প্রতিবেদকঃ
পরিবেশ দূষণের দায়ে নগরের সিইপিজেড এলাকার চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টসকে (সিডাব্লিউটিপি) ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।সিডাব্লিউটিপি এর পক্ষে পরিচালক নুর মােহাম্মদ শুনানিতে অংশগ্রহণ করেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মােহাম্মদ নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছেন।
তিনি জানান, সিডাব্লিউটিপি এর স্বীকারােক্তি অনুযায়ী তাদের প্লান্ট থেকে প্রতিদিন ৯ হাজার ২৩০ ঘনমিটার হারে তরল বর্জ্য নির্গমন হয়। সে হিসেবে সিডাব্লিউটিপি থেকে গত ১০ দিনে ৯২ হাজার ৩০০ ঘনমিটার তরল বর্জ্য নির্গমন হয়েছে। উক্ত বর্জ্য নির্গমনের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিডিজা৩৬৫/এনআর