সাঈদীপুত্রের সঙ্গে বৈঠকের অভিযোগে বিতর্কিত রকি বড়ুয়াকে বিদেশি পিস্তল, মদ ও ৪ সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১২ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয় আঁচ করতে পেরে রকি তিন তলা থেকে লাফ দিলে পায়ে আঘাত পায়।
র্যাবের অফিসার মেজর মুশফিকুর রহমান জানান, নগরের মুরাদপুর মোহাম্মদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়।
বাড়ির মালিক গেট খোলার বিষয় টের পেয়ে রকি তিন তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার পায়ে আঘাত পায়। তাকে গ্রেফতার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন নারীসহ রকির আরও ৪ সহযোগীকেও আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।