নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকার তুরাগ থানা এলাকা থেকে দুই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরে ওই কাঁশবন থেকে তারা লাশ দুটি উদ্ধার করেন পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন জানান, মধ্যরাতে কাঁশবনের মধ্যে দুটি মরদেহ দেখতে পেয়ে, পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কাঁশবনের আশপাশে কোনো বাড়িঘর নেই। দেখে মনে হয়েছে লাশ দুটো কয়েকদিন আগের। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা বোঝা যায়নি।
পুলিশের ধারণা, নিহত দুজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। একজনের পরনে ছিলো প্যান্ট ও শার্ট, অন্যজনের প্যান্ট ও গেঞ্জি। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো পাঠিয়েছে পুলিশ।