বিনোদন ডেস্ক :
বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাশ নিতে এসেই জেবিনকে দেখে মুগ্ধ হন নিবিড়। প্রথম ক্লাশেই একজন সুদর্শন স্যারের উপস্থিতি জেবিনেরও ভালো লাগে। ধীরে ধীরে জেবিনের প্রতি ভালোবাসার গভীরতা বাড়তে থাকে নিবিড়ের।
দু’দিন পর ক্লাশে নতুন শিক্ষার্থী সিয়ামের উপস্থিতি জেবিনকে আরো মুগ্ধ করে তোলে। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে জেবিন। খুব অল্প সময়ে সিয়াম-জেবিনের প্রেম শুরু হয়। একদিন নিবিড় তার ভালোবাসার কথা জেবিনকে বলতে যায়, এসময় হঠাৎ সিয়াম চলে আসায় সে পিছিয়ে আসে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘তোমায় ভাবা মন্দ নয়’।
জামাল মল্লিকের রচনা ও পরিচালনায় নাটকটিতে নিবিড় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সিয়াম চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর জেবিন চরিত্রটি রূপায়ন করেছেন নাদিয়া নদী। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে এটি প্রচার হবে