প্রযুক্তি ডেস্ক :
স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এ ৮.০ (২০১৭) এর দাম কমলো। আন্তর্জাতিক বাজারে ট্যাবটির দাম কমানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অ্যামাজনের ওয়েবসাইটে ট্যাবটি বিক্রি হচ্ছে ১৪৯.৯৯ ডলারে। কালো রঙের ভার্সনে দাম কমেছে ৫০ ডলার। এবং রুপালী রঙের ভার্সনে দাম কমেছে ৮০ ডলার।ট্যাবটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট। এতে ৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৮০০x১২৮০ পিক্সেল।ছবির তোলার জন্য ট্যাবটিতে আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এতে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।