নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিমের পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দুই পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
গণভবনে দিয়া-করিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এর পর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের জন্য গাড়ি পাঠান প্রধানমন্ত্রী। সেই গাড়িতে চেপেই তার সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই কুর্মিটোলা জেলারেল হাসপাতালের সামনের সড়কে দুই বাসের রেষারেষিতে হত্যার শিকার হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম। এ ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে চার দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে আন্দোলন করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।