নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বাংলাদেশের যেসব এলাকায় কম্পিউটার, টেরিস্ট্রিয়াল ও ইন্টারনেট সুবিধা কম সেখানকার মানুষের বেশি কাজে লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৬ জুন) সংসদের চলতি বাজেট অধিবেশনের এক সংসদ সদস্যের সম্পুরক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অনেকেই সমালোচনা করছেন যে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি তেমন শক্তিশালী নয়। কিন্তু আমি বলছি, এটা বিশ্বের আরো কয়েকটি দেশ ব্যবহার করবে। আমাদের দেশের স্যাটেলাইট খরচ অনেক কমে যাবে। আপনাদের টেলিভিশন পরিস্কার দেখা যাবে।
দুর্গম এলাকায় স্যাটেলাইট থেকে অনেক সেবা পাওয়া যাবে। সুতরাং এসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমাদের যেকোনো তথ্য আদান-প্রদান সহজ হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘না বলা কথাটি রবে না গোপনে’।