আর্ন্তজাতিক ডেস্ক :
দেহরক্ষী ছাড়াই চলাফেরা করবেন মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডোর। তিনি মঙ্গলবার কোনো দেহরক্ষী ছাড়াই একটি সমাবেশে অংশ নেন।
তিনি বলেন, জনগণই তার নিরাপত্তা দেবে। তিনি সাংবিধানিকভাবে বরাদ্দকৃত নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানান।
বামপন্থী এই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বলেছিলেন, যারা ন্যায়বিচারের জন্য লড়াই করেন তাদের নিরাপত্তা জনগণই নিশ্চিত করে।
গত ১ জুলাই রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হন লোপেজ।-ফক্স নিউজ।