আর্ন্তজাতিক ডেস্ক :
আশ্রমে এনে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু আসারামের বিশাল সাম্রাজ্য রয়েছে। ভারতের ৩০টি প্রদেশে কমপক্ষে ৪০০ আশ্রম ও ৪০টি আবাসিক স্কুল রয়েছে তার। ধর্ষণের দায়ে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আসারাম গ্রেফতার হওয়ার থেকে তার মেয়ে ভারতশ্রী বিশাল এ সাম্রাজ্য পরিচালনা করে আসছেন। আসারামের গ্রেফতার হন তার ছেলে নারায়ণ সাই।
আসারামের ‘দ্যা সেন্ট শ্রী আসারামজী’ একটি চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধিত। এটার প্রধান কার্যালয় আহমেদাবাদে। এখানে বসেই আসারাম নিজেকে স্বঘোষিত ধর্মগুরু হিসেবে ঘোষণা দেন।
আসারামের এই ট্রাস্টের সঙ্গে কাজ করেন এমন একজন বলেছেন, আসারামের মেয়ে ভারতশ্রী ব্যাপকভাবে সফর করেন এবং ৩০ প্রদেশে ছড়িয়ে থাকা আশ্রমগুলোর নিয়মিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।
ভারতশ্রী এবং তার মা লক্ষী দেবীকে ২০১৩ সালে গুজরাট পুলিশ গ্রেফতার করেছিল আসারাম ও তার ছেলে নারায়ণ সাই এর ধর্ষণ মামলার ঘটনায়। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। আর সুরাতের ধর্ষণের ঘটনায় আসারাম ও নারায়ণ সাইকে সহযোগিতা ও সমর্থনের জন্যও তারা অভিযুক্ত।