নিজস্ব প্রতিবেদক :
ধামরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ২জনের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ৩ জন। তবে তাৎক্ষণিকভাবে হতহেতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে মাইক্রোবাসটি খুলনা যাচ্ছিল। পথে বাথুলী এলাকায় এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৩ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।