নওগাঁ প্রতিনিধি:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে নওগাঁয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের আয়োজনে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে নওগাঁ জেলা স্কুল হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডি স্কুলে গিয়ে শেষ হয়। সেখানে তিনটি গ্রুপে দড়ি খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মো: শাহনেওয়াজ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভিন, ১৬বিজিবি লে.কর্নেল এস.এম মাহমুদ হাসান, জেলা শিক্ষা অফিসার এস.এম মোসলেম উদ্দিন, জেল সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, লিমন রায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই প্রমূখ।
র্যালীতে আবাসন মাদকাসক্ত সহায়তা পূর্নবাস কেন্দ্র, আশ্রয় মাদকাসক্ত সহায়তা পূর্নবাস কেন্দ্র, সুপ্রভাত মাদকাসক্ত সহায়তা পূর্নবাস কেন্দ্র, নতুন জিবনের আলো, ফিরেএস মাদকাসক্ত সহায়তা পূর্নবাস কেন্দ্রসহ বিভিন্ন মাদকাসক্ত পূর্নবাস কেন্দ্র ও বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।