নওগাঁ প্রতিনিধি:
ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয়কেন্দ্র চালু ,সরাসরি কৃষকের কাছ থেকে ধান,গম পাটসহ অন্যান্য ফসল ক্রয় করার দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা শাখার আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় মুক্তির মোড় শহীদ মিনারের পাশে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা শাখার আহবায়ক মুনসুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি) নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাড.মহসিন রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, কৃষক সমিতির আহবায়ক কমিটির সদস্য মুকুল হোসেন,ফজলুর রহমান,মোমিনুল ইসলাম,মান্দা উপজেলা শাখার আহবায়ক আলাউদ্দীন হোসেন প্রমূখ।মানবন্ধনে বক্তারা,কৃষকের কাছ থেকে সরাসরি ধান,গম পাটসহ অন্যান্য ফসল ক্রয় করার দাবী জানান এবং কৃষককে যেন কোন ফসল ফলিয়ে লোকসান গুনতে না হয় সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে।