যশোর প্রতিনিধি:
ভারতে পাচারের সময় ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সিঅ্যান্ডএফ কর্মচারীর ভুয়া পরিচয়পত্র দেখিয়ে ভারতে প্রবেশের সময় নোম্যান্স ল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম আজাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইঢারকান্দি গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
বেনাপোল চেকপোস্ট আইসি বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার আব্দুল ওয়াহাব জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আবুল কালাম গলায় মীম ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ভারত চেকপোস্টে যাচ্ছিলো। এ সময় বেনাপোল নোম্যান্স ল্যান্ডে থাকা বিজিবির হাবিলদার মোস্তাফিজুর রহমানের সন্দেহ হলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার শরীর তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তার পরিচয়পত্রটি জাল। পরে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার আবুল কালামকে ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার আইনে একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।