চট্টগ্রামে আরও ৭৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে করে রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৯৯৮ জন হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৬৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৩ জন; এর মধ্যে ৫৮ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৯৯৮ জনের মধ্যে ১২ হাজার ৮৫০ জন নগরের ও ৫ হাজার ১৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮১ জন; এর মধ্যে ১৯৫ জন নগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ৯ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।ইমপেরিয়াল হাসপাতালে ৬৯ জনের নমুনার মধ্যে নগরের ৬ জনের করোনা পাওয়া গেছে।শেভরণে ৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জনের করোনা মিলেছে।
বিডিজা৩৬৫/এনআর