চট্টগ্রাম প্রতিনিধি:
নাজিরহাট কলেজের ক্যান্টিনের পাশে শাহ আলম (১৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। স্থানীয়দের ধারনা সে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
আজ ১৫ জুলাই রোজ রবিবার সকালে নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজে’র এনেক্স ভবনের পিছনে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ থানা চৌধুরীহাট গ্রামের হাজি বাড়ীর জৈনিক ফুল মিয়ার তৃতীয় পুত্র।
নিহত শাহ আলম ছোট কাল থেকে নাজিরহাট বসবাস করতো।সে জীপের কাজ করতো।
নিহতের বড় ভাই কামরুল থেকে জানা যায়, তার ছোট্ট ভাই শাহ আলম ও কামরুল ছোট্ট কাল থেকে জীবনে তাগিদে নাজিরহাট কলেজের সামনের বাসায় আল আমিন কলোনিতে বাসা বাড়া থাকতেন। তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ ছিলনা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঝুলানো অবস্থায় রয়েছে।