নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সিংড়া উপজেলায় কৃষক আব্দুল কাদের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ মো.সাইফুর রহমান সিদ্দিকী এ রায় দেন।
আসামিদের মধ্যে আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার কৃষক আব্দুল কাদেরকে অপহরণের পর হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।