স্পোর্টস ডেস্ক:
নারী ক্রিকেটে এতদিন ওয়ানডে র্যাংকিং ছিল। এবার নতুন করে নারীদের ক্রিকেটে চালু হল টি-টোয়েন্টি র্যাংকিং। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেখানে ৪৬ দলের টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
প্রথম প্রকাশিত র্যাংকিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ওয়ানডেতেও একই জায়গায় তারা।
নতুন প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সবার শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়ানডেতেও সবার শীর্ষে তারা। নিউজিল্যান্ড ২৭৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ২৭৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তিন নম্বরে। এরপরের দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। প্রথম দশে অন্য দলগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে কোন বাংলাদেশি নেই। তবে বোলার র্যাংকিংয়ে বাংলাদেশের রুমানা আহমেদ ৭ ও নাহিদা আক্তার ৯ নম্বরে। অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।