ক্রীড়া ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারীদের পিএসএল আয়োজন করতে চলেছে।আগামী বছর নারী ক্রিকেটারদের জন্য পিএসএলের মতো একটি লিগ চালানো হবে ঘোষণা দিয়েছেন পিসিবির নারী ক্রিকেট শাখার প্রধান তানিয়া মালিক। এরই মধ্যে পিসিবি সভাপতি রমিজ রাজা এ বিষয়ে অনুমতি দিয়েছেন।
মূলত চলতি বছরই নারীদের পিএসএল আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তানিয়া মালিক। কিন্তু বর্তমান সূচির ব্যস্ততার মাঝে নতুন করে সময় বের করার সুযোগ নেই। এ কারণে আগামী বছরের সূচিতেই রাখা হবে নারীদের পিএসএল।
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নারী পিএসএল ও অনূর্ধ্ব-১৯ পিএসএল আয়োজনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন রমিজ রাজা। সেটিই এবার দেখতে চলেছে আলোর মুখ।