নিজস্ব প্রতিবেদক :
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক ইমরান খান মামুনকে হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
গত ৮ জুলাই বনানীতে এসবি পরিদর্শক মামুন খুন হন। ১০ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে তার পোড়া লাশ উদ্ধার করা হয়।
পরদিন মামুনের বন্ধু রহমতসহ ১০ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম খান।
রহমতকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে মামুন হত্যার ঘটনায় শেখ হৃদয় ওরফে পাপন ওরফে রবিউল, কথিত মডেল ও অভিনেত্রী মেহেরুন নেছা আফরিন, সুরাইয়া আক্তার কেয়া ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা জড়িত বলে জানা যায়। তাদের মধ্যে আফরিন ও মাইশা আপন বোন। ঘাতক শেখ হৃদয়ের কথিত স্ত্রী কেয়া।
পুলিশ জানিয়েছে, ৮ জুলাই বনানীর ২/৩ সড়কের বাসায় মামুনকে হত্যা করে লাশ রহমতের প্রাইভেটকারে কালীগঞ্জের নির্জন এলাকায় নেয়া হয়। এরপর ঘাতকরা পেট্রোল দিয়ে তার লাশে আগুন ধরিয়ে দেয়।