বিনোদন ডেস্ক :
প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে কাজ করলেন দিনাত জাহান মুন্নী। পাকিস্তানের সংগীত পরিচালক ও গায়ক সালমান আশরাফের সঙ্গে গান করেছেন তিনি।সালমান আশরাফের নতুন অ্যালবাম ‘কাঙ্গান’-এর গজলে কণ্ঠ দিয়েছেন মুন্নি। মার্কিন সংগীত প্রতিষ্ঠান টাইম কোর অ্যালবামটি বিশ্বব্যাপী রিলিজ করবে ১৫ জুন। আন্তর্জাতিক ডিজিটাল সব প্লাটফর্মে অ্যালবামটি পাওয়া যাবে।অ্যালবামে ৯টি গজল রয়েছে। যেখানে তিনটি ডুয়েট গজলে সালমান আশরাফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুন্নী।মুন্নী বলেন, ‘এক ভক্তের মাধ্যমে সালমান আশরাফের সাথে আমার যোগাযোগ হয়। কাজটি করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’এছাড়া মুন্নীর স্বামী কবির বকুলের লেখা একটি গানও সালমান আশরাফ নিয়েছেন